ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

ম্যানচেস্টারে ফেরা হচ্ছে না ইব্রার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ২, ২০২১
ম্যানচেস্টারে ফেরা হচ্ছে না ইব্রার ইব্রা

পেশাদারি ক্যারিয়ারে ইউরোপের শীর্ষ প্রায় সব লিগেই খেলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ, কেবল জার্মানির বুন্দেসলিগা ছাড়া। নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ঘুরে আবারও তিনি ফিরেছেন ইতালিতে।

 

এবার ফের ইংল্যান্ডে ফেরার সুযোগ ছিল ইব্রার সামনে। পুরনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে। ইউরোপা লিগে প্রতিপক্ষ হিসেবে রেড ডেভিলদের পেয়েছে এসি মিলান। কিন্তু ম্যাচেস্টারে যাওয়া হচ্ছে না সুইডিশ তারকার। উরুতে চোট পাওয়ায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন মিলান স্ট্রাইকার।  

২০১৬/১৮ মৌসুম পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে ছিলেন ইব্রা। ইউনাইটেডের হয়ে ৫৩ ম্যাচে ২৯ গোল করেছেন ৩৯ বছর বয়সী তারকা।  

গত রোববার সিরি’আ লিগে রোমার বিপক্ষে মিলানের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে চোট পেয়ে ৫৬তম মিনিটে মাঠ ছাড়তে হয় ইব্রাকে। সেই চোটেই আবারও ছিটকে গেলেন তিনি। চলতি মৌসুমে মিলানের জার্সিতে ২১ ম্যাচে ১৬ গোল করেছেন সুইডিশ তারকা।  

ইউরোপা লিগের শেষ ষোলোতে মিলান-ইউনাইটেডের প্রথম লেগ হবে ১১ মার্চ, ওল্ড ট্রাফোর্ডে। ফিরতি লেগ হবে ১৮ মার্চ, সান সিরোতে।  

সিরি’আ লিগে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে মিলান।  

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।