নেপালে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে হেরেছে বাংলাদেশ। স্বাগতিক নেপালের বিপক্ষে ২-১ ব্যবধানে হার মানে জেমি ডে’র শিষ্যরা।
সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় নেপাল-বাংলাদেশ। তবে ম্যাচের প্রথমার্ধে নিজেদের নিয়ন্ত্রণে রেখে ২-০ গোলে এগিয়ে যায় নেপাল।
ম্যাচে ১৮তম মিনিটে কর্নার থেকে লিড নেয় নেপাল। দলটির মিডফিল্ডার সংযোগ রায়ের জোরালো শট মানিক মোল্লার পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেয়।
পরে ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেপাল। রনজিত ধিমালের পাস সংযোগ নিখুঁত টোকায় বাড়িয়ে দেন বিশাল রায়ের উদ্দেশে। সেখানে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় কয়েকটি আক্রমণও চালায় সফরকারীরা। অবশেষে ৮৩তম মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে সুফিল হেডে একটি গোল শোধ করেন।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এমএমএস