ম্যাচ জিতলেই শিরোপা ঘরে তুলতো ম্যানচেস্টার সিটি। তবে তাদের অপেক্ষা বাড়িয়ে দিল চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ইতিহাদ স্টেডিয়ামে প্রথমে রাহিম স্টালিংয়ের গোলে লিড নেয় ম্যানসিটি। তবে দ্বিতীয়ার্ধে হাকিম জিয়াশ সমতা টানার পর শেষ দিকে ব্যবধান গড়ে দেন মার্কোস আলোনসো।
আগামী ২৯ মে তুরস্কের ইস্তানবুলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। তাই এ ম্যাচে বাড়তি নজর ছিল সবার। তবে ম্যাচের ফল অন্যরকমও হতে পারতো। প্রথমার্ধে পেনাল্টি মিস করেন মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি অধ্যায়ের ইতি টানতে যাওয়া সার্জিও আগুয়েরো।
৪৪তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে গাব্রিয়েল জেসুসের পাসে শট নিতে পারেননি আগুয়েরো। পেছন থেকে ছুটে গিয়ে ফাঁকা জালে বল পাঠান স্টার্লিং। প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সে জেসুস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরোর দুর্বল ‘পানেনকা’ শট খুব সহজেই ঠেকান মঁদি।
বিরতির পর ৬৩তম মিনিটে সমতায় ফেরে চেলসি। সেসার আসপিলিকুয়েতার পাসে মরক্কোর মিডফিল্ডার জিয়াশের নিচু শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়া এদেরসনের হাত ছুঁয়ে জালে জড়ায়।
ম্যাচ যখন ড্রয়ের পথে, তখনই যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন আলোনসো। ভেরনারের পাসে ছয় গজ বক্সের একটু সামনে থেকে শটে বল জালে পাঠান তিনি। উল্লাসে ফেটে পড়ে চেলসি।
লিগে ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে চূড়ায় ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ১৮ জয় ও ১০ ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে চেলসি। ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে নেমে গেছে লেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, মে ০৯, ২০২১
এমএমএস