ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

ফুটবল

ম্যানইউর সঙ্গে এক বছরের নতুন চুক্তি করলেন কাভানি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, মে ১১, ২০২১
ম্যানইউর সঙ্গে এক বছরের নতুন চুক্তি করলেন কাভানি

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন করে আরও এক বছরের চুক্তি করেছেন উরুগুয়ান স্ট্রাইকার এদিনসন কাভানি। ফলে ২০২২ সাল পর্যন্ত তিনি ওল্ড ট্রাফোর্ডে থাকছেন।

ম্যানইউ আনুষ্ঠানিকভাবে কাভানির সঙ্গে চুক্তি বাড়ানোর ঘোষণা দেয়। গত সাত ম্যাচে আট গোল ও তিনটি অ্যাসিস্ট ছিল তার। স্বাভাবিকভাবেই তার সঙ্গে চুক্তি বাড়াতে দ্বিতীয়বার ভাবেনি প্রিমিয়ার লিগ ক্লাবটি।

ম্যানইউর অফিসিয়াল ওয়েবসাইটে কাভানি বলেছেন, ‘গত প্রায় এক বছর ধরে ক্লাবটির প্রতি আমার এক ধরনের ভালোবাসা জন্ম নিয়েছে, এমনকি সংশ্লিষ্ট সবকিছুর সঙ্গে। সতীর্থ ও দৃশ্যপটের বাইরে কাজ করা স্টাফদের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়েছে আমার। ওল্ড ট্র্যাফোর্ডে এখনও দর্শকের সামনে আমার খেলা হয়নি এবং এর জন্যে আমার আর তর সইছে না। ’

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, মে ১১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।