ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করলো উয়েফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুন ২৫, ২০২১
অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করলো উয়েফা

২০২১-২২ মৌসুম থেকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।  

এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

নতুন নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের মতো ইউরোপীয় প্রতিযগিতার ক্ষেত্রে দুই দল দুই লেগে সমান সংখ্যক গোল করলে ম্যাচে দুই অর্ধে ১৫ মিনিট করে অতিরিক্ত সময়ে খেলা হবে। ম্যাচের ফল বের করতে প্রয়োজনে পেনাল্টি শুটআউট নেওয়া হবে।

অ্যাওয়ে গোল বাতিলের ব্যাপারে উয়েফা প্রেসিডেন্ট আলেক্সান্দার সেফেরিন বলেন, ‘১৯৬৫ সাল থেকে উয়েফা প্রতিযোগিতায় অ্যাওয়ে গোলের নিয়ম অন্তর্নিহিত অংশ। তবে গত কয়েক বছর ধরে উয়েফা বৈঠকে এটি বিলুপ্ত করার দাবি উঠেছে। সবাই একমত না হলেও অনেক কোচ, ভক্ত ও অন্য ফুটবল স্টেকহোল্ডাররা এর ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই নিয়ম বিলোপ করার ব্যাপারে অগ্রাধিকার ব্যক্ত করেছেন। ’

ইউরোপিয়ান শীর্ষ ফুটবল সংস্থার প্রধান আরও বলেন, এই নিয়মের প্রভাবে খেলাটির আসল উদ্দেশ্য থেকে সরে আসে হোম দলগুলো। গোল খাওয়ার ভয়ে তারা আক্রমণে যেতে সংকোচবোধ করে। এতে অনেক যোগ্য দল খেলায় প্রতিযোগিতার অভাবে বাদ পড়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুন ২৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।