খেলার ২২তম মিনিটে আনহেল দি মারিয়ার দুর্দান্ত গোলে ১-০ গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা।
ফাইনালের প্রথম একাদশে দি মারিয়াকে ফিরিয়ে তার ওপর আস্থা রেখেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। আজ রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় রিও দি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে।
ব্রাজিল সেমিফাইনালের অপরিবর্তিত প্রথম একাদশ নিয়েই ফাইনালে মাঠে নিয়েছে। এমনকি তাদের বদলি ফুটবলারের তালিকাও অপরিবর্তিত। তবে আর্জেন্টিনা প্রথম একাদশে একসঙ্গে পাঁচটি রদবদল করেছে। রিজার্ভ বেঞ্চে পাঠানো হয়েছে জেল্লা, গঞ্জালেস, মলিনা, তাগলিয়াফিকো ও রদ্রিগেসকে। প্রথম একাদশে ঢুকেছেন আকুনা, রোমেরো, মন্তিয়েল, পারেদেস ও দি মারিয়া।
আর্জেন্টিনার প্রথম একাদশ:
এমিলিয়ানো মার্তিনেস, দি'পল, মেসি, ওতামেন্দি, লো সেলসো, মার্তিনেস এল, আকুনা, রোমেরো, মন্তিয়েল, পারেদেস ও দি মারিয়া।
ব্রাজিলের প্রথম একাদশ:
এদারসন, দানিলো, থিয়াগো সিলভা, মারকিনহোস, কাসোমিরো, রিচার্লিসন, ফ্রেদ, নেইমার, রেনান লোদি, লুকাস পাকুয়েতা ও এভারটন।
বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এমএইচএম