অর্থনেতিক সমস্যার পাশাপাশি ক্লাবের ইতিহাস সেরা ফুটবলার লিওনেল মেসির ক্লাব ছাড়ায় বার্সেলোনার সময়টা এখন ভালো যাচ্ছে না। তবে নতুন সাইনিং মেমফিস ডিপাই, এরিক গার্সিয়া এবং ‘বি’ দলের রে মানাজের লা লিগায় নিবন্ধন হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।
গত সপ্তাহে বার্সেলোনায় যোগ দিলেও অর্থনৈতিক সমস্যার কারণে লা লিগায় নিবন্ধিত হতে পারেননি ডিপাই, গার্সিয়া এবং মানাজ। ক্লাবকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে নিজের বেতন থেকে উল্লেখযোগ্য হার কমাতে রাজি হয়েছেন পিকে। যদিও কত শতাংশ কর্তন করা হয়েছে সে সম্পর্কে জানানো হয়নি, তবে স্প্যানিশ এ ডিফেন্ডারের অবদানের ফলস্বরূপ এখন লা লিগায় মাঠ মাতাতে দেখা যাবে নতুন এ তিন ফুটবলারকে।
এর আগে গত সপ্তাহে বার্সার হয়ে নিবন্ধিত হয়েছিলেন ব্রাজিলিয়ান রাইটব্যাক এমারসন রয়্যাল। তবে ইনজুরির কারণে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকা সের্হিও আগুয়েরো এখনও অনিবন্ধিত অবস্থায় রয়েছেন। অবশ্য নিবন্ধিতরা রোববার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামতে পারবেন।
চলতি মৌসুমে জ্যঁ-ক্লেয়ার তদিবো, জুনিয়র ফিরপো, ফ্রান্সিসকো ত্রিনকাও, কার্লোস এলেনা ও কনরাড দে লা ফুয়েন্তের ট্রান্সফার ফি থেকে ৩৭.৫ মিলিয়ন ইউরো লাভ করেছে কাতালানরা। এরপরেও অর্থনৈতিকভাবে বাজে অবস্থায় আছে ক্লাবটি। তাই পিকের পর এবার বর্তমান অধিনায়ক সের্হিও বুসকেতস এবং লেফটব্যাক জর্দি আলবার বেতনও কর্তন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সা।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বার্সার মোট দেনার পরিমাণ প্রায় ১২০ কোটি ইউরো। খেলোয়াড়দের বেতন দেওয়ার জন্যই মে মাসে তাদের ১০ কোটি ইউরো ব্যাংক ঋণ নিতে হয়েছিল। নতুন মৌসুমের আগে তাদের বেতন বাবদ খরচ কমাতে হবে প্রায় ২০ কোটি ইউরো।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
এমএইচএম