গত কয়েকদিন ধরেই টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড হ্যারি কেইনের ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন চলছে। গত ৬ আগস্ট এক সংবাদ সম্মেলনে ইংলিশ এ ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করেন সিটি কোচ পেপ গার্দিওয়ালা।
ক’দিন আগেই ইংলিশ মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ায় ম্যানচেস্টার সিটি। সংবাদমাধ্যমগুলোতে গুঞ্জন উঠেছে, হ্যারি কেইনকে দলে ভিড়িয়ে সর্বোচ্চ ১০০ মিলিয়ন ইউরোর রেকর্ডটি হয়তো ভেঙে ফেলবে সিটিজেনরা। এ নিয়ে আলোচনাও কম হয়নি। তবে শেষ পর্যন্ত টটেনহ্যাম কোচ নুনো এস্পিরিতো সান্তো বিষয়টি অনেকটাই পরিস্কার করেন।
শুক্রবার (২০ আগস্ট) ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সে (কেইন) আজ অনুশীলন করেছে এবং আগামীকালও অনুশীলন করবে। আগামীকাল (শনিবার) আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমি দুঃখিত, এ মুহূর্তে আমি বলতে পারছি না আমরা কিভাবে কাজ করে যাচ্ছি। আপনারা প্রত্যেকদিন কোনো না কোনো আপডেট পাবেন। ’
স্পার্স কোচ নুনোর এই বক্তব্যে কেইনের সিটিতে যাওয়া নিয়ে কিছু ঘোলাটে পরিবেশ সৃষ্টি হয়। তবে দলের সঙ্গে এবার তার উলভারহ্যাম্পটন সফর ইংলিশ এ তারকার ম্যানসিটিতে যাওয়ার গুঞ্জন থামিয়ে দিল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে কেইন মাঠে নামলেই নিশ্চিত হওয়া যাবে বিষয়টি।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এমএইচএম