ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টটেনহ্যামকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
টটেনহ্যামকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। আর এই জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল টমাস টুখেলের শিষ্যরা।

রোববার টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে চেলসির এই জয়ে একটি করে গোল করেন থিয়াগো সিলভা, এনগোলো কান্তে ও আন্টোনিও রুডিগার।

এদিন ম্যাচের প্রথমার্ধে দুদলই সমানে সমান প্রতিযোগিতা করে। তবে বিরতির আধিপত্য বিস্তার করে দারুণ জয় তুলে নেয় ব্লুজরা।

দ্বিতীয়ার্ধের ৪৯তম মিনিটে লিড নেয় চেলসি। মার্কো আলোনসোর ক্রসে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা। আর আট মিনিট পরই ব্যবধান বাড়ায় সফরকারীরা। ডি-বক্সের বাইরে থেকে ফরাসি মিডফিল্ডার কঁতের শটে বল এরিক ডায়ারের পায়ে লেগে দিক পাল্টে পোস্টে লেগে গোললাইন পেরিয়ে যায়। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না গোলরক্ষক উগো লরিসের।

ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে টটেনহ্যামের কফিনে শেষ পেরেক ঠুকেন রুডিগার। ডান দিক থেকে ভেরনারের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন জার্মান ডিফেন্ডার।

লিগে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে উঠেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের পয়েন্টও সমান ১৩। তবে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে ইয়ুর্গেন ক্লপের দল। ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন। তার পরে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১০। এভারটনের পয়েন্টও ১০। টানা দুই ম্যাচে হারা টটেনহ্যাম ৯ পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরে।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।