ঢাকা, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালের বিপক্ষে মেসিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন পচেত্তিনো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
রিয়ালের বিপক্ষে মেসিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন পচেত্তিনো

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায় ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচটিকে সামনে রেখে দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো জানান, মেসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত একটি শিরোপার দেখাও পায়নি পিএসজি। গত আসরে সেমিফাইনালে গিয়ে ছিটকে গেছে দলটি। এবার সে ভুল করতে চান না পচেত্তিনো। অপরদিকে প্রতিযোগীতার ১৩ বারের চ্যম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তারাও কোনো অংশে ছেড়ে দিবে না পিএসজিকে। এতকিছুর পরও ফরাসি জায়ান্টদের কোচ ম্যাচ জেতা নিয়ে আত্মবিশ্বাসী।

রিয়াল মাদ্রিদকে সেরা দল হিসেবে মেনে নিয়ে পচেত্তিনো জানান, ‘বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে রিয়াল মাদ্রিদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা চ্যালেঞ্জার, আমাদের স্বপ্ন পূরণের জন্য একটি স্কোয়াড তৈরি করতে অনেক চেষ্টা করতে হয়েছে কিন্তু আমরা এখনও চ্যালেঞ্জার এবং রিয়াল মাদ্রিদ এমন একটি দল যাদের চ্যাম্পিয়নস লিগ জেতার অভ্যাস আছে। তবে আমরা তাদের শিকার হব এটা ভাবছিনা। আমার দল এবং ভক্তদের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে; যারা আমাদের অনেক শক্তি দেবে। ’

এবারের আসরে পাঁচ ম্যাচে ৫ গোল করেছেন বার্সেলোনা থেকে পিএসজিতে আসা লিওনেল মেসি। এবারই প্রথম ফরাসি জায়ান্টদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ মাতাচ্ছেন আর্জেন্টাইন এ তারকা। বিশ্বসেরা এই ফুবলার ম্যাচটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন পচেত্তিনো। তিনি বলেন, ‘এই ধরণের ম্যাচে তার (মেসির) অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ এবং সে তার সতীর্থদের কাছে এটি প্রেরণে ভূমিকা পালন করবে। আমাদের এই ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করার দরকার নেই কারণ সবাই ইতোমধ্যেই অনুপ্রাণিত। মাদ্রিদের বিপক্ষে ম্যাচ খেলা এবং দলকে যে কোনো উপায়ে সাহায্য করার বিষয়ে অত্যন্ত সজাগ। ’

পিএসজির ব্রাজিলিয়ান অধিনায়ক মার্কিনিয়োসের লক্ষ্য, মাঠে ভাল পারফরম্যান্স করা। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিস্তর ইতিহাস রয়েছে। যখন আমি ছোট ছিলাম তখন থেকে এ ধরণের বড় ম্যাচ খেলতে চাইতাম। এখন আমি এখানে আছি এবং এই ম্যাচে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি। ঘরের মাঠে খেলা তাই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের গোল করতে হবে। ’

ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার কথা বলেছেন ইনজুরি থেকে ফেরা নেইমারকে নিয়ে। গত কয়েকদিন দলের সঙ্গে অনুশীলন করলেও এখনও পূর্ণ ফিট হয়ে উঠেনি ব্রাজিলিয়ান পোস্টার বয়। তাই এই ম্যাচে তার খেলা নিয়ে রয়েছে সংশয়। ‘সে ভাল করছে এবং আত্মবিশ্বাসী। যদিও সে ম্যাচ খেলার অভাববোধ করছে তবে সে যদি কাল (রিয়াল মাদ্রিদ ম্যাচ) মাঠে নামে তবে তার কাছ থেকে শতভাগ পারফরম্যান্স দেখতে পাবেন। কোচের উপর নির্ভর করছে সে খেলবে কি খেলবে না। ’

নেইমারকে নিয়ে সংশয় থাকলেও ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দেখা যাবেনা স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসকে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।