ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

অবশেষে থামলো শিয়াওতেকের জয়যাত্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ৩, ২০২২
অবশেষে থামলো শিয়াওতেকের জয়যাত্রা

ফরাসি ওপেনের শিরোপা জিতে চমকে দিয়েছিলেন ইগা শিয়াওতেক। তবে এর চেয়েও বড় চমক ছিল টানা ৩৭ জয়ের অসাধারণ কীর্তি।

তবে ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া এই পোলিশ তারকার জয়যাত্রা অবশেষে থামলো।  

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ৩৭তম বাছাই আলিজি কহনের কাছে শনিবার ৬-৪, ৬-২ গেমে হেরে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই শিয়াওতেক। সরাসরি সেটে জিতে চতুর্থ রাউন্ডে পা রেখেছেন কহনে।

শিয়াওতেক ৩৭ ম্যাচ পর হারলেন। এর আগে সবশেষ হেরেছিলেন গত ফেব্রুয়ারিতে। এরপর  জিতেছেন ফ্রেঞ্চ ওপেনসহ ছয়টি শিরোপা। ভেঙেছেন সেরেনা উইলিয়ামসের গড়া টানা ৩৫ ম্যাচ জয়ের রেকর্ড।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।