ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অনূর্ধ্ব-২০ দলকে ইয়াসিনের শুভকামনা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
অনূর্ধ্ব-২০ দলকে ইয়াসিনের শুভকামনা

দেশের ফুটবলে এক নতুন ইতিহাসে গড়েছে বসুন্ধরা কিংস। অভিষেকেই হ্যাটট্রিক প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছে কর্পোরেট ক্লাবটি।

চ্যাম্পিন দলটির অন্যতম সদস্য ইয়াসিন আরাফাত। বসুন্ধরার পরীক্ষিত এই ডিফেন্ডার ক্লাবের হয়ে খেলতে এএফসি অ-২০ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে পারেননি। তবে এই নিয়ে কোনও আফসোস নেই বলে জানিয়েছেন তিনি।

ভারতে এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলছে বাংলাদেশ জাতীয় দল। প্রথম তিন ম্যাচে জয় নিয়ে ফাইনালের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল। দলের ফুটবলাররা নিজেদের মেলে ধরেছেন দারুণভাবে।  

লিগের খেলা শেষ না হওয়ায় দলের বাইরে থাকতে হয়েছে ইয়াসিনকে। আজ শেখ জামালকে হারিয়ে ঘরের মাঠে শিরোপা উদযাপন করেছে কিংস। ম্যাচ শেষে ইয়াসিন বলেন, ‘খুব ভালো লাগছে। হ্যাটট্রিক শিরোপা জয় করে ইতিহাসের অংশ হতে পেরে ভালো লাগছে। এখন কিছুদিন বিশ্রাম করে আগামী মৌসুমের জন্য প্রস্তুতি নিবো। ’

জাতীয় দলের অংশ হতে না পেরে খারাপ লাগছে কিনা? এমন প্রশ্নের উত্তরে ইয়াসিন জানান, ‘আসলে আফসোসের কিছু নেই। ভালো দলই খেলতে গেছে। আমি এর আগে জাতীয় দলের হয়ে খেলেছি। লিগে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি ছিল। এজন্য আমি যেতে পারিনি। তবে যারা গেছে ভালো খেলছে। নতুনদেরও সুযোগ পাওয় উচিত। তারা সুযোগ কাজে লাগাচ্ছে। ভালো খেলছে। ’

‘তাদের জন্য সবসময়ই আমরা শুভ কামনা আছে। সামনের ম্যাচগুলোতে তারা আরও ভালো খেলবে। এবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে তাদের সামনে। আশা করি তারা শিরোপা জিতেই ফিরবে। ’

দলে না থাকলেও নিয়মিত জাতীয় দলের সতীর্থদের সঙ্গে যোগাযোগ হয় বলে জানিয়েছেন ইয়াসিন। তিনি বলেন, ‘দলে না থাকলেও তাদের সঙ্গে আমার যোগোযোগ হয়। খোজ-খবর নেয়া হয়। আমি তাদের শুভ কামনা জানাই। আগামী ম্যাচে তারা আরও ভালো করবে এমনটাই আমার প্রত্যাশা। ’

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।