ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

পেদ্রির গোলে শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
পেদ্রির গোলে শীর্ষে বার্সেলোনা

দারুণ কয়েকটি আক্রমণের পর গোলের দেখা পায় বার্সেলোনা। এরপরও থামেনি দলটি।

তবে শেষে আর গোলের দেখা পায়নি। এক গোলের জয় নিয়েই শীর্ষে ওঠে কাতালানরা।

রোববার রাতে লা লিগায় ঘরের মাঠে সেল্টা ভিগোকে ১-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন পেদ্রি।  

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে কাতালানরা। একাদশ মিনিটেই এগিয়ে যেতে পারতো দলটি। তবে লেভানডোভস্কির দারুণ শট ঠেকিয়ে দেন সেল্টা গোলরক্ষক। তিনি মিনিট পর সুযোগ পায় রাফিনিয়া। তবে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কারণে বল জালে জড়াতে পারেনি এই ব্রাজিলিয়ান। ১৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। গাভির ক্রস ঠেকাতে পারেনি প্রতিপক্ষ ডিফেন্ডার, বল পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন পেদ্রি।

বিরতির পরও একইভাবে খেলতে থাকে বার্সা। তবে সুযোগ পেলেই উল্টো আক্রমণ করে বসে সেল্টা। ৬৯তম মিনিটে গোলও পেয়ে যায় দলটি। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। শেষপর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

৮ ম্যাচে ৭ জয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ দুইয়ে। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে সেল্টা ভিগো।  

বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।