ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

ম্যারাডোনাকে উৎসর্গ করে ফুটবল ম্যাচ, খেলবেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
ম্যারাডোনাকে উৎসর্গ করে ফুটবল ম্যাচ, খেলবেন মেসি

কয়েকদিন পরেই মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। এর আগেই দিয়াগো ম্যারাডোনার সম্মানে একটি প্রীতি ম্যাচ খেলবে মেসি-রোনালদিনহোরা।

পোপ ফ্রান্সিস ফাউন্ডেশনের আয়োজনে ‘ম্যাচ পর পিচ’ শিরোনামে অনুষ্ঠিত হবে ফুটবল ম্যাচটি।

আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াবে ম্যাচটি। সেখানে আর্জেন্টাইন সুপারস্টার মেসি ছাড়াও খেলবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো ও ইতালির বিশ্বকাপজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। এছাড়া কোচ হিসেবে থাকবেন হোসে মরিনিয়ো।  

সোমবার (১০ অক্টোবর) ‘উই প্লে ফর পিস’ প্ল্যাটফর্মে ম্যাচটিতে নিজেদে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন রোমার কোচ মরিনিয়ো। বিশ্বকাপের প্রায় এক সপ্তাহ আগে রোমের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার সম্মানেই আয়োজন করা হচ্ছে ‘ম্যাচ পর পিচ’।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।