ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে: জাহিদ মালেক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে: জাহিদ মালেক

ঢাকা: বিগত সময়ের চেয়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।  

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্যাজুয়ালিটি সার্ভিস ও ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

জাহিদ মালেক বলেন, দেশে যদি স্বাস্থ্যসেবা ভালো থাকে, তাহলে দেশের উন্নয়নের গতি লাভ করে। দেশে যদি খাদ্যাভাব না থাকে, বিদ্যুৎ ও রাস্তাঘাট ভালো থাকে, তাহলে আমরা দেশের উন্নয়ন পেতে পারি। এ উন্নয়নগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে যাচ্ছেন।  

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭৩ বছর। কিছুদিন আগেও মানুষের গড় আয়ু ৬০ বছরের ঘরে ছিল। এটা কোনো যাদু নয়, স্বাস্থ্য সেবার উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু ৭৩ বছর হয়েছে। স্বাস্থ্যসেবার বিপুল উন্নয়ন হয়েছে। স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। গড় আয়ু বাড়ার পেছনে এটাও একটা অন্যতম কারণ।  

সোহরাওয়ার্দী হাসপাতাল প্রসঙ্গে তিনি বলেন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল একটি ঐতিহ্যবাহী হাসপাতাল। চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে দু-চারটি নামের মধ্যে একটি হলো শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসার ওপর মানুষের আস্থা রয়েছে। ভালো চিকিৎসা দেওয়ার ফলেই এ হাসপাতালে এত রোগী চিকিৎসা গ্রহণ করে। সেই কারণেই ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে। আজকে এ সম্প্রসারণের মাধ্যমে সোহরাওয়ার্দী হাসপাতাল ১ হাজার ৩৫০ শয্যার হাসপাতালে উন্নতি হয়েছে। এখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালের সেবার মান আরও বাড়াতে ঢাকাসহ সব জেলা সদর হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস চালু করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এর আগে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ওয়ান স্টপ ইমার্জেন্সি সেবা চালু করা হয়েছে। আজ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেও এ ওয়ান স্টপ ইমার্জেন্সি সেবা ব্যবস্থা উদ্বোধন করা হয়েছে। এর ফলে এখন থেকে এ জায়গাতেই একজন রোগী সব রকম সেবা ঝামেলামুক্ত থেকেই পেয়ে যাবেন। এখানে নানা রকম টেস্ট সুবিধা, আইসিইউ, এসডিইউ সুবিধা বাড়ানো হয়েছে। এর ফলে ঢাকার প্রাণকেন্দ্র এ সোহরাওয়ার্দী হাসপাতালে এখন থেকে আর কোনো রোগীকে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হবে না। রোগীরা এ হাসপাতালে এখন থেকে উন্নত বেডে চিকিৎসা নিতে পারবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) সাইদুর রহমান, অতিরিক্ত সচিব (হাসপাতাল) নাজমুল হক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, স্বাচিপ সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল হাসান মিলন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবীর, রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী সফিকুল আজম, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এবিএম মাসুদুল আলম, পরিচালক খলিলুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।