ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মিরপুর গার্লস আইডিয়াল কলেজে ক্যান্সার সচেতনতা সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
মিরপুর গার্লস আইডিয়াল কলেজে ক্যান্সার সচেতনতা সভা অনুষ্ঠিত

ঢাকা: বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজের হাজারো শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মিরপুর গার্লস আইডিয়াল কলেজের অডিটোরিয়ামে কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশন 'ক্যান্সার, অনেক আছে জানার' স্লোগানকে সামনে রেখে এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার রোগতত্ত্ব বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ক্যান্সার থেকে বাঁচার সব থেকে সহজ কাজ হলো সচেতনতা। ৫-৫-৭ অর্থাৎ ক্যান্সার প্রতিরোধে পাঁচটি বস্তু/অভ্যাসকে হ্যাঁ, পাঁচটিকে না বলতে হবে এবং সাতটি বিষয়ে সতর্ক থাকতে হবে। তামাক, মদ, বাল্যবিয়ে, অতিরিক্ত প্রাণীজ আমিষ তথা চর্বিযুক্ত মাংস, একাধিক সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতে হবে।

তিনি আরও বলেন, পক্ষান্তরে খাবারে প্রচুর শাকসবজি ও ফলমূল, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো, মুখের ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা, হেপাটাটাইটিস ও এইচপিভি টিকা গ্রহণে উৎসাহিত করতে হবে। খুসখুসে কাশি বা ভাঙ্গা কণ্ঠস্বর, সহজে সারছে না এমন ক্ষত, স্তনে বা শরীরের যে কোনো স্থানে চাকা বা পিণ্ড, অস্বাভাবিক রক্তক্ষরণ,  ঢোক গিলতে অসুবিধা বা হজমের গণ্ডগোল, মলমূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন, এ ধরণের কোনো লক্ষণ দেখা দিলে এবং স্বাভাবিক চিকিৎসায় দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।  

কলেজের গভর্নিং বডির সদস্য ডা. সারোয়ার জাহান জুয়েলের সহযোগিতায় ও কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. জেসমিন আরার তত্ত্বাবধানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালেকা পারভীন সীমা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ জন চন্দন কুমার নাথ। কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মাহবুব শওকত এবং কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের সভাপতি মোসারত জাহান সৌরভ।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।