ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বীর উত্তম শামসুল আলম স্মরণে ফ্রি চিকিৎসাসেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
বীর উত্তম শামসুল আলম স্মরণে ফ্রি চিকিৎসাসেবা

পটুয়াখালী: পটুয়াখালীর একমাত্র বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদারের স্মরণে বাউফলের দুই হাজার মানুষকে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা হাসিব আলম তালুকদারের উদ্যোগে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের তত্ত্বাবধানে সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা দেন। একই সঙ্গে বিনামূল্যে প্যাথলজি পরীক্ষাও করা হয়।

হাতের নাগালে ফ্রি চিকিৎসাসেবা পেয়ে হাসি ফুটেছে গ্রামীন হতদরিদ্র মানুষের মুখে। এর আগেও হাসিব আলম তালুকদার তার বাবা শামসুল আলম তালুকদারের স্মরণে বাউফলে স্কুল, কলেজ নির্মাণসহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন।

এদিকে উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন হাসিব আলম তালুকদার।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।