ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মাসে অন্তত দু’বার রক্তচাপ মাপতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মে ১৮, ২০২৩
মাসে অন্তত দু’বার রক্তচাপ মাপতে হবে

ঢাকা: ‘সঠিকভাবে রক্তচাপ পরিমাপ করুন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘদিন সুস্থ থাকুন’ প্রতিপাদ্যে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।

বৃহস্পতিবার (১৮ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগ।

প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রাটি শুভ উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সারাবিশ্বে ১৫০ কোটি মানুষ ও বাংলাদেশে প্রায় ৩ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। রক্তচাপে আক্রান্ত ১৪ শতাংশ মানুষ তা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। দেশে প্রতি ৫ জনে ১ জন বা মোট জনসংখ্যার ২১ শতাংশ হাই প্রেসার বা উচ্চ রক্তচাপে আক্রান্ত। কিডনি, লিভার নষ্ট হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ নানান অসুখের কারণ এই উচ্চ রক্তচাপ। তাই মাসে অন্তত দু’বার রক্তচাপ মাপতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, উচ্চ রক্তচাপ নীরব ঘাতক। এর কারণে নানান জটিল রোগের সৃষ্টি হয়। উচ্চ রক্তচাপ প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে।

তিনি বলেন, উচ্চ রক্তচাপে আক্রান্ত ৫০ শতাংশ মানুষ তাদের রোগ সম্পর্কে জানেন। বাকি ৫০ শতাংশ মানুষ জানেন না। ধূমপান করব না, স্ট্রেস নেবো না, মোবাইল চালানো সীমিত করতে হবে। মোবাইল বেশি ব্যবহার করার ফলে মানুষ অলস হয়ে পড়ছে। সামাজিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এতে করে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম ফজলুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ গ্রন্থাগারিক অধ্যাপক ডা. হারিসুল হক, হৃদরোগ বিশেষজ্ঞ হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, হৃদরোগ বিশেষজ্ঞ ও সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন, সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জহুরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মে ১৮, ২০২৩
আরকেআর/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।