ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

যক্ষ্মার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মোস্তাফা জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
যক্ষ্মার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মোস্তাফা জব্বার কথা বলছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। 

ঢাকা: যক্ষ্মার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে উল্লেখ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।  

বুধবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসি শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মোস্তাফা জব্বার বলেন, আমরা সবাই জানি, যক্ষ্মার অন্যতম একটি কারণ তামাক। এই বাইরেও যেসব কারণে যক্ষ্মা হয়, আমি মনে করি সেসব বিষয়ে সবচেয়ে জরুরি হচ্ছে সচেতনতা তৈরি করা। আমি খুশি হলাম জেনে তামাক সংক্রান্ত একটি আইন প্রক্রিয়াধীন আছে। তামাক সম্পন্নরুপে বন্ধ করা উচিত। কর বাড়িয়ে তামাকের ব্যবহার কমানো যাবে না।  
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আমি মনে করি, স্বাস্থ্য নিজের, তাই দায়িত্বও নিজের। ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সামাজ এবং তারপর দেশ তৈরি হয়,এক্ষেত্রে আমরা সবাই একটা জায়গায় একমত হতে পারি যে স্বাস্থ্য সুরক্ষায় আমরা সবাই সচেতনতার পরিচয় দেবো। তাতেই অনেক জটিলতা এড়ানো যায়।  

তিনি আরও বলেন, আমি মনে করি, যক্ষ্মার বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলা। এই আন্দোলন শুরু করতে হবে প্রথমে ব্যক্তি, তারপর পরিবার, তারপর এটাকে সম্প্রাসারণ করা। কেবলমাত্র ওষুধ দিয়ে যক্ষ্মা প্রতিরোধ করা যাবে না। তামাক বন্ধ করতে না পারলে যক্ষ্মার উৎস বন্ধ হবে না। সামাজিক আন্দোলনের ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তিগত যোগাযোগ নয়, আরও কিছু মাধ্যম ব্যবহার উচিত। সোশ্যাল মিডিয়াতেও এ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।  

সেমিনারে সভাপতিত্ব করেন স্বাস্থ্যবিষয়ক পার্লামেন্টারি ফোরামের সভাপতি এবং সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।