ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পুলিশের বাধা ঠেলে সড়কে অবস্থান নিয়েছেন ডাক্তাররা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
পুলিশের বাধা ঠেলে সড়কে অবস্থান নিয়েছেন ডাক্তাররা ছবি: জি এম মুজিবুর

ঢাকা: পুলিশের বাধা ঠেলে বিএসএমএমইউ হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে শাহবাগ-কাঁটাবন সড়কে অবস্থান নিয়েছেন বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভূক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা।  

এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়।

 

রোববার (১৬ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেইট দিয়ে তারা বের হন। এসময় পুলিশ বাধা দিলে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশ সরে দাঁড়ায়।  

ভাতা বাড়ানোর দাবিতে বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভূক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা রোববার সকাল থেকেই বিক্ষোভ করছেন।  

শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচির কথা থাকলেও তারা তা করতে না পেরে হাসপাতালের ভেতরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পুলিশের বিভিন্ন ইউনিট রমনা জোনের এডিসি হারুনের নেতৃত্বে হাসপাতালের ফটকে অবস্থান নেয়।  

রোববার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে ডাক্তাররা বিএসএমএমইউয়ের বটতলায় সমাবেত হন। অপরদিকে পুলিশের বিভিন্ন টিম ভাগ হয়ে হাসপাতালের গেটগুলোতে অবস্থান নেয়। ডাক্তাররা বের হওয়ার চেষ্টা করেন এবং দাবি আদায়ের জন্য স্লোগান দেন।  

পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস্ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডা. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, আমরা ভেতরে অবস্থান নিয়েছি। পুলিশ আমাদের বের হতে দিচ্ছে না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসকেবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।