ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন নারীর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।  

রোববার (০৫ আগস্ট) রাতে তিনি মারা যান।

এনিয়ে ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেল।

নিহত ওই রোগীর নাম ফরিদা বেগম (৫৫)। তিনি জেলার মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

ডেঙ্গুতে রোগীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।  

তিনি বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৪ আগস্ট ফরিদা বেগম হাসপাতালে ভর্তি হন। রোববার (৬ আগস্ট) ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ৮৯ জন ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ২৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।