ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক নারী চিকিৎসকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
ঢামেকে ডেঙ্গুতে প্রাণ গেল আরও এক নারী চিকিৎসকের

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শরিফা বিনতে আজিজ (২৭) নামের এক নারী চিকিৎসক মারা গেছেন।

শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) মারা যান তিনি।

 

বৃহস্পতিবার বিকেলে শরিফাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডা. শরিফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন। বর্তমানে ইন্টার্ন করছিলেন।

শরিফার গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহার জয় পাড়া গ্রামে। তার বাবার নাম আজিজ ভূঁইয়া।

এর আগে গত ৭ আগস্ট সোমবার রাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমিনা দেওয়ান মিশু নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়। ওইদিন দিবাগত রাত সোয়া ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্কাথায় তিনি মারা যান।  

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তার মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৩
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।