ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান থেকে বিনামূল্যে একজন দরিদ্র রোগীর জটিল মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট (MVR) অপারেশন সম্পন্ন হয়েছে।
এনআইসিভিডি হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কাজী আবুল আজাদের নেতৃত্বে অপারেশনটি সম্পন্ন হয়।
স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনের সার্বিক তত্ত্বাবধানে ও এনআইসিভিডি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের পরিচালনায় অপারেশনটি কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন হয়। মো. মোশাররফ হোসেন নামের ওই রোগী বর্তমানে ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অপারেশনে নেতৃত্বদানকারী চিকিৎসক অধ্যাপক ডা. কাজী আবুল আজাদ জানান, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে শোককে শক্তিতে রূপান্তরিত করতেই জাতীয় শোক দিবসে এ অপারেশন সম্পন্ন করেন এতে অংশ নেওয়া চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
নিউজ ডেস্ক