ফরিদপুর: জেলায় চলতি বছরের প্রথম আট মাসেই হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া এই রোগে মৃত্যু হয়েছে ১২ জনের।
শনিবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ফরিদপুর সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইতি মণ্ডল (২৮) নামে একজন মারা গেছেন। একই সময়ে আরও ৯৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ নিয়ে এই বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট চার হাজার ১৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে তিন হাজার ৬৭০ জন। এ ছাড়া, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যু দাঁড়াল ১২ জনে।
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ৯৪ জন ডেঙ্গু রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ছয় জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন ও ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে নয়জন।
বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ৩৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এরমধ্যে সবচেয়ে বেশি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১৬১ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৬ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১ জন ও ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তাই স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বাড়ানো, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, লিফলেট বিতরণ ও মশা নিধন অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, অতি দ্রুতই আক্রান্তের সংখ্যা কমে আসবে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসআইএ