ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ফরিদপুরে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু, একদিনে ৩ নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
ফরিদপুরে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু, একদিনে ৩ নারীর মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল।

জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন প্রায় সাত শতাধিক ডেঙ্গুরোগী। চিকিৎসকরা শয্যা সংকটে হাসপাতালে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। মাঝে মধ্যে হাসপাতালগুলোতে যথাযথ চিকিৎসা না পেয়ে রোগী মারা যাওয়ারও অভিযোগ করছেন রোগীর স্বজনরা। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৫ জন ডেঙ্গুরোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেলার সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন নারীর মৃত্যু হয়েছে।  

মারা যাওয়া তিন নারী হলেন- ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার সুধীর সিকদারের স্ত্রী চন্দনা সিকদার (৫০), একই জেলার ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকার ছত্তার বেপারীর স্ত্রী আছিয়া বেগম (৫০) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের মো. জাফর শেখের স্ত্রী রাজিয়া বেগম (৫০)।

এর আগে গত সোমবার (১১ সেপ্টেম্বর) একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মরিয়ম, রোকসানা ও আবেজান নামে তিন নারীর মৃত্যু হয়েছিল।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নতুন করে আরও তিন নারীর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চন্দনা সিকদার নামে এক নারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মারা যান ওই নারী। অপরদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আছিয়া বেগম নামে এক নারী গত বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় (১৪ সেপ্টেম্বর) ওই নারীর মৃত্যু হয়।  

এছাড়া রাজিয়া বেগম নামে অপর আরেক নারী গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টর দিকে তার মৃত্যু হয়।  

এনামুল হক জানান, বর্তমানে হাসপাতালটিতে ৩০৪ জন রোগী চিকিৎসাধীন।  

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৪৫ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৬৭ জন।


তিনি জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ২৭ জন ডেঙ্গুরোগী। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৮৯৫ জন। এর মধ্যে ৭ হাজার ২০১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।