ফরিদপুর: ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরের সালথার দুই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান ওই দুই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই দুই গৃহবধূ হলেন- উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মজিবর মোল্যার স্ত্রী সালেহা বেগম (৬৫) ও একই উপজেলার গট্টি গ্রামের মো. হাফিজুলের স্ত্রী তাসলিমা বেগম (১৮)।
সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সালেহা বেগম নামে এক গৃহবধূ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া তাসলিমা নামে আরেক গৃহবধূ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাত ২টার দিকে একই হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তারও মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে ২৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে মোট ৭৭৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৩২৩ জন চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
আরএ