ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু: দিনাজপুরে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
ডেঙ্গু: দিনাজপুরে নারীর মৃত্যু

দিনাজপুর: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিনাজপুরে শামসুন নাহার (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলাটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হলো।

 

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শামসুন নাহার ঢাকা ফেরত ছিলেন বলে জানা গেছে। এনিয়ে দু’দিনে ডেঙ্গু জ্বরে হাসপাতালটিতে দুইজন রোগীর মৃত্যু হলো।  

এর আগে রোববার (২২ অক্টোবর)  দিকে তাকে মেডিকেলে ভর্তি করেন পরিবারের সদস্যরা।  

মৃত শামসুন নাহার দিনাজপুরের শামসুন উপজেলার জুলাবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন।  

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর শামসুন নাহার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিনাজপুর হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।  

দিনাজপুর সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান-উল ইসলাম সিদ্দিকী রবিউল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

২০২৩ সালের ০১ জানুয়ারি থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত (২৬ অক্টোবর) দিনাজপুর হাসপাতালে ভর্তির হয়েছেন ৮০৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৯২ জন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।