ফরিদপুর: ডেঙ্গু আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১২৩ জনে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মারা যাওয়া আশরাফ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নাগরদী এলাকার বাসিন্দা।
ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২১৮ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫০৭ জন। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ১০ জন। এর মধ্যে ২১ হাজার ৩৮০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এসআরএস