ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ডিআরইউতে মাসে দুদিন রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
ডিআরইউতে মাসে দুদিন রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও পরিবারের জন্য প্রতিমাসে দুইবার রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।  

সম্মানিত অতিথি ছিলেন শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক ডা. সাহেদ ইমরান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রিউমাটোলজিস্ট ড. কামরুল হাসান সজীব।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।

উপস্থিত ছিলেন, ডিআরইউ‘র দপ্তর সম্পাদক কাওসার আজম, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন ও কার্যনির্বহী সদস্য এসএম মোস্তাফিজুর রহমান (সুমন)।

ডিআরইউ সদস্য এবং তাদের পরিবারের (স্বামী/স্ত্রী ও সন্তান) সদস্যরা প্রতিমাসে দুইবার এ সেবা নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
টিএ/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।