ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে চীনের চিকিৎসকরা, কথা বললেন আন্দোলনে আহতদের সঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
ঢামেকে চীনের চিকিৎসকরা, কথা বললেন আন্দোলনে আহতদের সঙ্গে

ঢাকা: ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চিকিৎসক দলটির বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও নিকটস্থ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে যান।

এ দলে সার্জারি, অর্থোপেডিকস ও আই স্পেশালিস্ট রয়েছেন।

সেখানে রোগী ও দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তারা। উন্নত চিকিৎসার জন্য সর্বাত্মক সহায়তারও আশ্বাস দেন এই বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, চীনা চিকিৎসকরা ঢাকা মেডিকেলে ২০ জন রোগী দেখেছেন। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ এসেছেন। জেনারেল সার্জারি, অর্থোপেডিকস ও আই স্পেশালিস্ট এসেছেন। তারা ভিজিট করতে এসেছেন, আপাতত কোনো সার্জারি করবেন না। পরশু স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে সব জানাবেন তারা।  

পরিচালক বলেন, চীনা চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসার প্রশংসা করেছেন। তবে অনেক জটিল কেস আসে, যার জন্য লজিস্টিকস দরকার।

চীনা চিকিৎসকদের এক প্রতিনিধি বলেন, সবাই কাজটাকে খুব গুরুত্ব দিচ্ছে। আজ যে তাদের দেখা হলো, বিকেলে বসে তার ওপর রিপোর্ট তৈরি করবো এবং সেটি চীনে পাঠাবো। পরে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। কী ধরনের লজিস্টিকস দরকার , এক্সপার্ট দরকার জানাব।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।