ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বঙ্গবন্ধু-হাসিনার নাম বাদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বঙ্গবন্ধু-হাসিনার নাম বাদ

ঢাকা: দেশের বিভিন্ন জেলার ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে  ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ’ করা হয়েছে। নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের বদলে করা হয়েছে ‘নোয়াখালী মেডিকেল কলেজ’। জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম, ‘জামালপুর মেডিকেল কলেজ’ করা হয়েছে। টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে  ‘টাঙ্গাইল মেডিকেল কলেজ’। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের বর্তমান নাম, ‘ফরিদপুর মেডিকেল কলেজ’ এবং দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের বর্তমান নাম, ‘দিনাজপুর মেডিকেল কলেজ’ হচ্ছে।  

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আরকেআর/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।