ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সোমবার প্রধান উপদেষ্টার কাছে যাবেন ট্রেইনি চিকিৎসকরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
সোমবার প্রধান উপদেষ্টার কাছে যাবেন ট্রেইনি চিকিৎসকরা

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার দেখা করতে যাবেন বলে ঘোষণা দিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

রোববার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে সংবাদ সম্মেলন করে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন তারা।

সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, সোমবার সকাল ১০টায় তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলায় জমায়েত হবেন। তারপর বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনার উদ্দেশে রওনা হবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার কাছে তারা আগামী জানুয়ারি থেকে ৩৫ হাজার টাকা এবং জুলাই থেকে ৫০ হাজার টাকা ভাতা দেওয়ার দাবি জানাবেন।

পাশাপাশি সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এর আগে টানা ১১ ঘণ্টা পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা জানুয়ারি থেকেই ৩৫ হাজার টাকা ভাতার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে রাতে সংবাদ সম্মেলন করার পর অবরোধ তুলে নেন তারা।

রোববার সন্ধ্যায় শাহবাগ মোড়ে মোমবাতি জ্বালিয়ে সড়কে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারী চিকিৎসকদের।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।