ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

স্বাস্থ্য

পিরোজপুর সদর হাসপাতাল থেকে শতাধিক কার্টন ওষুধ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
পিরোজপুর সদর হাসপাতাল থেকে শতাধিক কার্টন ওষুধ জব্দ

পিরোজপুর: পিরোজপুর সদর হাসপাতাল ক্যাম্পাস থেকে শতাধিক কার্টন ভর্তি ২২ ধরনের ওষুধ ও এমএসআর পণ্য জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল ক্যাম্পাসে ট্রাক থেকে ওষুধগুলো নামানোর সময় দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা সেগুলো জব্দ করেন।

 

জানা গেছে, পিরোজপুর সদর হাসপাতালের জন্য ২০২৩-২৪ অর্থবছরে কেনা ওষুধগুলো শুধু কাগজে কলমে বুঝে নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় দুই কোটি টাকা পরিশোধ করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে গত ২৭ জানুয়ারি হাসপাতালে অভিযান চালায় দুদক। এসময় অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠানের সহায়তায়  হাসপাতাল কর্তৃপক্ষ রোববার ওষুধ ও এমএসআর পণ্যগুলো স্টোররুমে নেওয়ার চেষ্টা করে। তখন খবর পেয়ে দুদক ওষুধ ও এমএসআর পণ্যগুলো জব্দ করে।  

দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, এ হাসপাতালে ওষুধ ও এমএসআর পণ্য সরবরাহের জন্য সামসুল আরেফিন নামে এক ঠিকাদারের মালিকানাধীন সাউথ বাংলা কর্পোরেশনকে কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান হাসপাতালে কোনো পণ্য সরবরাহ না করলেও কাগজে সেগুলোকে সরবরাহ করা হয়েছে দেখিয়ে ঠিকাদারকে পুরো প্রায় দুই কোটি টাকার বিল পরিশোধ করা হয়। দুদক হাসপাতালটিতে গত ২৭ জানুয়ারি অভিযান চালিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোববার কিছু ওষুধ ও এমএসআর পণ্য স্টোররুমে তোলার চেষ্টা করে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।  

ছাড়া ওষুধগুলো জব্দ করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রাখা হয়েছে বলে জানান এ দুদক কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।