ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৩
খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

খুলনা:  ‘রক্ত চাপ নিয়ন্ত্রণে যার, নিরাপদ জীবন তার’ এই স্লোগানকে সামনে রেখে খুলনায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।  

রোববার স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে নগরীর স্কুল হেলথ ক্লিনিকে এক আলোচনা সভায় আয়োজন করা হয়।



খুলনা স্বাস্থ্য বিভাগ ও খুলনা সিটি করপোরেশন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা সিটি করপোরেশনের  মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় মেয়র রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য বেশি করে শারীরিক পরিশ্রম করা, চর্বিযুক্ত খাবার পরিহার করাসহ স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য সকলকে পরামর্শ দেন। তিনি স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের রক্ত চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান।

খুলনার সিভিল সার্জন ডা. মো. গোলাম মোর্তুজা শিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-  খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও খুলনার স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. গৌর প্রিয় মজুমদার।
 
এর আগে সকালে খুলনা সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য ৠালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। ৠালিটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল হেলথ ক্লিনিকে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ০৭ , ২০১৩
মাহবুবুর রহমান মুন্না/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।