ঢাকা: অস্ত্রোপচার বা বায়োপসি পরীক্ষা ছাড়াই লিভার চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি ফাইব্রোস্ক্যানের ব্যবহার এখন বাংলাদেশেই শুরু হচ্ছে। পার্শ্বপ্রতিক্রিয়াহীন এ প্রযুক্তি ব্যবহারে মাত্র পাঁচ থেকে আট মিনিটের মধ্যে লিভারের সর্বশেষ অবস্থা সম্পর্কে পুরোপুরি ধারণা পাওয়া যায়।
সোমবার রাজধানীর একটি হোটেলে ফাইব্রোস্ক্যানের উদ্বোধনী অনুষ্ঠানে একই সঙ্গে এইচ পাইলোরি জীবাণু পরীক্ষায় কানাডার সর্বাধুনিক প্রযুক্তি হেলিকিটের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ বাজারজাতকারী প্রতিষ্ঠান কেএনএস কানাডা বিডির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদ খন্দকার, তাইওয়ানের দায়েহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়েন জং সেহ, বাংলাদেশের মাকেটিং পার্টনার ট্রেড ইন্সপিরেশন ও ভিবিপিএল’র প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক এম সাঈদ হোসেন, মাকেটিং ম্যানেজার এম সাগর ও ম্যানেজার সেলস মাসুম রানা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ০৩, ২০১৩
এটি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর/আরআর