ঢাকা: পাঁচ দফা দাবিতে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মী অ্যাসোসিয়েশন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে দুপুর ১২টায় এ কর্মসূচি পালন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন এম হারুন অর রশীদ। এতে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব আব্দুর রহমান, কার্যকরী সভাপতি ফারুক হোসেন, ওয়াজেদুর রহমান, আসাদুজ্জামান, সাংঠনিক সম্পাদক হারুন উর রশিদ, ফাহিম, আসাদুজ্জামান পান্না, আ. মোতালেব, সোহরাব হোসেন, আ. রব মিয়া প্রমুখ।
দাবিগুলো হচ্ছে, স্বাস্থ্য কর্মীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, বেতন বৈষম্য দূরীকরণ, স্বাস্থ্য পরিদর্শকদের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে পদায়ন, র্নিধারিত ভ্রমণ ভাতা বৃদ্ধিকরণ, স্বাস্থ্য পরিদর্শকের দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদা প্রদান এবং ১৯৮৫ সালের নিয়োগ বিধির ২০১১-১২ প্রস্তাব বাস্তবায়ন।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
বিজ্ঞপ্তি/এমআইপি/জেসিকে