ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

সিকৃবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৩

সিলেট: বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের উদ্যোগে ৠালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করে।



পরে বেলা সাড়ে ১১টায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু বক্কর সিদ্দিকী।

সেমিনারে বক্তারা জলাতঙ্ক প্রতিরোধে কুকুর নিধন বন্ধের আহ্বান জানান।

বক্তারা বলেন, জলাতঙ্ক রোগ মোকাবেলার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বেওয়ারিশ কুকুর নিধন কর্মসূচি আছে। বাংলাদেশেও ঢাকা সিটি করপোরেশন প্রতিবছর বিশ হাজারের মতো কুকুর নিধন করে। কুকুর, বিড়াল ও জলাতঙ্ক রোগের ভাইরাস বহনকারী বন্যপ্রাণীর কামড়ে বা আঁচড়ে  জলাতঙ্ক রোগ হতে পারে।

সর্তকতামূলক ভূমিকার মাধ্যমে জলাতঙ্ক রোগ প্রতিরোধ করা যায় বলে  সেমিনারে বক্তারা জানান।

বক্তারা আরও বলেন, কাউকে কুকুর, বিড়াল বা অন্য কোননো বন্যপ্রাণী কামড় বা আঁচড় দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিষেধক ভ্যাকসিন দিতে হবে। পোষা প্রাণীকে টিকা দিয়ে শিশুদের এ রোগ সম্বন্ধে সচেতন ও টিকা দিয়ে এ রোগ প্রতিরোধ করা যায়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিন অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভুইঞা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহি। সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রাণী অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকারের সভাপতি রাহুল দাশ তালুকদার এবং ভেটেরিনারি ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রইস আল রেজুয়ান। উপস্থাপনা করেন প্রভাষক ডা. রাশেদ চৌধুরী।

সেমিনারে পেটা’র শুভেচ্ছা স্মারক ম্যাগাজিন, লিফলেট ও সিডি অতিথিদের হাতে তুলে দেন প্রাধিকারের মৌমিতা দাস, চামেলী আক্তার ও ইফফাত আরা বিপাশা।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৩
এসএ/এএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।