ঢাকা: বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ অপ্রতুল। ফলে এই রোগীর সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশে জনসমষ্টিভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ব্র্যাক অ্যাডভোকেসির আয়োজনে ব্র্যাক কমিউনিকেশনস-এর সিনিয়র অ্যাডভাইজার আফসান চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, এ দেশের জনস্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য বরাবরই উপেক্ষিত, আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্যনীতিও নেই। আমাদের জাতীয় বাজেটের দশমিক পাঁচ ভাগেরও কম বরাদ্দ মেলে এই খাতে। তদুপরি জনগণের বেশির ভাগই অসচেতন। তারা মানসিক সমস্যাকে কোনো রোগবালাই হিসেবে গণ্যই করে না।
এই অবস্থা থেকে উত্তরণের জন্য জনগোষ্ঠিভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবা চালু করা, সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং এই সেবায় সমমনা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সমন্বিত কার্যক্রমের উপর আলোচকেরা গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা; অক্টোবর ১০, ২০১৩
এমএন/এনএস/আরআইএস