ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

ময়মনসিংহে দুই চিকিৎসক বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
ময়মনসিংহে দুই চিকিৎসক বরখাস্ত

ঢাকা: কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই চিকিৎসক ও এক স্বাস্থ্য সহকারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ‍পরিক্ষীত চৌধুরী বাংলানিউজকে জানান, ময়মনসিংহের ভালুকার ধলিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ড. ইলিয়াস বিন আকবর, উথুরা উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ড. নাসরিন সালাম ও স্বাস্থ্য সহকারী এ আর আব্দুল বাকিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।



এর আগে গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, দু’বছর গ্রামে চিকিৎসক হিসেবে না থাকলে চাকরিচ্যুত করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।