ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ক্যান্সার নিয়ে গণসচেতনতা সৃষ্টির আহবান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
ক্যান্সার নিয়ে গণসচেতনতা সৃষ্টির আহবান শাহরিয়ার আলম

রাজশাহী: ক্যান্সার সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ক্যান্সার রোগ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।



শাহরিয়ার আলম বলেন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার রোগ নির্ণয়সহ চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।

আয়োজনে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারকে জয় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রতিমন্ত্রী ক্যান্সার সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাজের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, মিডিয়া কর্মী, জনপ্রতিনিধি বিত্তবান ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহবান জানান।

চিকিৎসা ব্যবস্থাকে আরো সহজ ও বিনামূল্যে করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শ দেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ক্যানসার সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে চিকিৎসক-ছাত্র-শিক্ষক ও সরকারি-বেসরকারি সংস্থার সদস্যরা অংশ নেন।

রাজশাহী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
 
বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন সেন্টার ফর ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিসিপিআর) ১১ এপ্রিল ক্যান্সার সচেতনতা নিয়ে দেশের সাতটি বিভাগের ৪০টি জেলায় সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সচেতনতা কর্মসূচি নিয়েছে।

এ ব্যাপারে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় ক্যান্সার সোসাইটি সহযোগিতা করছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।