ঢাকা: মাতৃ-মৃত্যুর হার কমিয়ে আনতে উপজেলা হাসপাতাল ও কমিউনিটি কিনিকগুলোর মানোন্নয়নের কাজ হাতে নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেইসঙ্গে এবছর কমিউনিটি কিনিকে সাড়ে ১৩ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজি সোসাইটি অফ বাংলাদেশ-এর ৩৭ তম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ড. আ ফ ম রুহুল হক আরো বলেন, ‘নয়া স্বাস্থ্যনীতির খসড়া চূড়ান্ত হয়েছে। এতে গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদেরকে উৎসাহিত করা হয়েছে। এছাড়া দেশের জেলা ও উপজেলার সকল চিকিৎসা সেবা প্রতিষ্ঠানকে ইন্টারনেট সুবিধার আওতায় আনার কাজও শেষ পর্যায়ে রয়েছে। ”
দুই দিনব্যাপী গাইনোকোলজি সোসাইটির এই বার্ষিক সভায় দেশের বিশিষ্ট চিকিৎসাবিদরা ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারতের বেশ কয়েকজন চিকিৎসাবিশেষজ্ঞ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
বাংলাদেশের স্থানীয় সময়: ১৩৪৭ ঘন্টা, ১০ মে, ২০১০
আরএস/একে/জেএম