ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডায়াবেটিসের ওষুধ হতে পারে ক্যান্সার প্রতিষেধক

হেলথ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
ডায়াবেটিসের ওষুধ হতে পারে ক্যান্সার প্রতিষেধক

ঢাকা: বহুমূত্র বা ডায়াবেটিস রোগে বহুল ব্যবহৃত ওষুধ মেটফরমিন (বাইগুয়ানাইড বর্গের অ্যান্টি-ডায়াবেটিক ওষুধ, যা বহুমূত্র রোগী ধরন-২’র চিকিৎসায় ব্যবহার করা হয়) হতে পারে ক্যান্সার প্রতিরোধক। একই সঙ্গে হৃদজনিত রোগের ঝুঁকি এড়াতে ও অন্য রোগের ক্ষেত্রেও উপকারী হতে পারে এটি।



যুক্তরাজ্যের কারডিফ ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন সম্প্রতি মেডিকেল জার্নাল ডায়াবেটিস-এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে।



এক লাখ ৮০ হাজারের বেশি মানুষের ওপর এ গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। তারা জানান, ডায়াবেটিস ছাড়াও বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে এ ওষুধ ব্যবহার করার বিষয়ে ভাবছেন।

গবেষণায় আরও পাওয়া যায়, ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীর পাশাপাশি যারা এ রোগে আক্রান্ত নন, তাদের ক্ষেত্রেও মেটফরমিন উপকারী হতে পারে। এমনকি এ রোগে আক্রান্ত ব্যক্তি যারা মেটফরমিন সেবন করছেন, তারা ডায়াবেটিস রোগে আক্রান্ত নন যারা তাদের চেয়ে বেশি বাঁচেন।



কারডিফ ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন-এর অধ্যাপক ক্রেইগ কুরি বলেন, মেটফরমিন সেবনকারী রোগীর সংখ্যা কম হলেও পরিসংখ্যানে দেখা গেছে তারা এ রোগে আক্রান্ত ব্যক্তিদের তুলনায় বেশি বাঁচেন। অন্যদিকে যেসব রোগী ডায়াবেটিসের প্রচলিত ওষুধ দীর্ঘ দিন সেবন করছেন এ রোগে আক্রন্ত নন এমন ব্যক্তির তুলনায় তাদের জীবনীশক্তি হ্রাস পাচ্ছে।

ডায়াবেটিসে আক্রান্ত-আক্রান্ত নন এমন ব্যক্তি, ব্যক্তিদের বয়স, লিঙ্গ, অভ্যাস, ধূমপান করেন কি-না এবং চিকি‍ৎসকদের মতে তারা কতটুকু সুস্থ তার ভিত্তিতে এ দু’ধরনের ব্যক্তিদের ওপর পরিসংখ্যান তৈরি করা হয়।



তবে এটা ভাবার কোনো কারণ নেই ডায়াবেটিস (ধরন-২) রোগীদের ক্ষেত্রে ওষুধটি প্রযোজ্য নয়।

আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক ওজন ধরে র‍াখা এবং হালকা ব্যায়াম করার পরামর্শও দিয়েছেন কুরি।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।