ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সুচিকিৎসার অভাবে আড়াই লাখ ক্যান্সার রোগী মারা যায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
সুচিকিৎসার অভাবে আড়াই লাখ ক্যান্সার রোগী মারা যায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে প্রতিবছর তিন লাখের মতো মানুষ বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে প্রায় আড়াই লাখ মানুষ সুচিকিৎসার অভাবে মারা যায় বলে দ্বিতীয় আন্তর্জাতিক মেডিকেল ফিজিকস ইন রেডিয়েশন অ্যান্ড ইমেজিং সম্মেলনে জানানো হয়েছে।



সম্মেলনে বলা হয়, ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়িয়ে বাংলাদেশে রোগ নির্ণয় ও নিরাময়ের যে সুযোগ আছে, তার সদ্ব্যবহার করা গেলে এ সংখ্যা কমিয়ে আনা সম্ভব।

বুধবার বঙ্গবন্ধু মেডিকেলে বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) বাংলাদেশ মেডিকেল ফিজিকস সোসাইটি, অ্যাসোসিয়েশেন অব মেডিকেল ফিজিকস অব ইন্ডিয়া, নেপালের অ্যাসোসিয়েশন অব মেডিকেল ফিজিকস আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেডিকেল ফিজিকস ইন রেডিয়েশন অনকোলজি ইমেজিং’ শীর্ষক সম্মেলনে বক্তারা এ কথা বলেন।

তিনদিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে সভাপতি করছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) উপাচার্য ডা. প্রাণগোপাল দত্ত।

সম্মেলনে বাংলাদেশ, চীন, যুক্তরাজ্য, জাপান, ইতালি, মেক্সিকো, ভারত, নেপালসহ ১৯টি দেশের ক্যান্সার বিশেষজ্ঞ উপস্থিত রয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, দেশের স্বাস্থ্য উন্নয়নে, মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধ, উপশম ও কার্যকরী চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিনিয়োগসহ  বর্তমান সরকার সজাগ রয়েছে।

তিনি বলেন, বর্তমানে ক্যান্সার আক্রান্ত রোগীর সঙ্গে প্রতিবছর আরো দুই লাখ ক্যান্সার আক্রান্ত রোগী যুক্ত হচ্ছে।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, এ সমস্যা সমাধানে প্রয়োজন সুনির্দিষ্ট ও সমন্বিত পদক্ষেপ।

সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ক্যান্সারের প্রচলিত চিকিৎসায় কেমো থেরাপির তুলনায় রেডিও থেরাপি কম ব্যয়বহুল।

তারা বলেন, ক্যান্সার আক্রান্ত রোগীদের ৬০ ভাগ কোনো না কোনোভাবে রেডিও থেরাপির আওতায় আসেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  বাংলাদেশে জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. ফার্দিন্যান্দ ফন ভে। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।