ঢাকেশ্বরী মন্দির থেকে: বিজয়া দশমীর দিনটিকে মহিমান্বিত করে তুলতে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।
শনিবার সকাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল পর্যন্ত।
কোয়ান্টাম ফাউন্ডেশনের লালবাগ শাখার কো-অর্ডিনেটর এম. এ. হালিম বাংলানিউজকে জানান, একজন সুস্থ মানুষ তিনমাস পর পর রক্ত দিতে পারে। আমাদের এখানে যারা একবার রক্ত দিবে তাদের আমরা একটা ডোনার কার্ড দিব। প্রতিবার রক্তদানের পর উপহার হিসেবে তিনি পাবেন পাঁচটি স্ক্রিনিং রিপোর্ট (এইডস, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, সিফিলিস এবং ম্যালেরিয়া)। আর এ রিপোর্টটি জানানো হবে মোবাইল ও ই-মেইলের মাধ্যমে।
তিনি বলেন, যারা তিনবার রক্ত দেয় তাদের আমরা সার্টিফিকেট দিয়ে থাকি। পরবর্তীতে তার পরিবারের কারো রক্তের প্রয়োজন হলে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্ত দেওয়ার ব্যবস্থা করি।
রক্তদান কর্মসূচির উদ্ধোধন করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীন চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র মহাসচিব ডা. এম ইকবাল আর্সনাল।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৪