ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে সাভারে নানা আয়োজন

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে সাভারে নানা আয়োজন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা):  জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে সাভারে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রোববার সকালে সাভার পৌর এলাকার রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় বিদ্যালয়ের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থীকে কৃমিনাশক ওষুধ সেবন করানো হয়।

সংসদ সদস্য ডা. এনামুর রহমান তার বক্তব্যে বলেন, রোববার (১৯ অক্টোবর) থেকে ২৫ তারিখ পর্যন্ত সাভার উপজেলার ৮৪৭টি বিদ্যালয়ে ১ লাখ ৬১ হাজার ৪৫০টি কৃমিনাশক ট্যাবলেট ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে  সেবন করানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সউপস্থিত ছিলেন, ডা. আমজাদুল হক,ডা. কাজী আয়শা সিদ্দিকা, মোনোয়ারা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।