ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সেলফ এর ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
সেলফ এর ফ্রি মেডিকেল ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বেচ্ছাসেবী সংগঠন সেলফ এর উদ্যোগে রাজধানীর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় কাউন্সিলর কার্যালয়ের ১৭ নং ওয়ার্ডে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আগে আলোচনা সভার আয়োজন করা হয়।



সেলফ এর চেয়ারম্যান আব্দুর রহমান জামিলের সভাপতিত্ব ও নির্বাহী পরিচালক আ. রশিদ খান রাশেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. এ কে আব্দুল মুবিন।

প্রধান অতিথির ড. মুবিন বলেন, স্বাস্থ্যসেবায় বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় পথ প্রদর্শক। সরকারের উল্লেখযোগ্য নানা পদক্ষেপের কারণে এই সেবা খাতটি দেশের সাধারণ মানুষকে উন্নত সেবা দিতে পারছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মস্তাবুর রহমান,  ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব, সৈয়দ নাঈম বদর, ইমরান আহমদ, সামস মো. জাবেদ সুফিয়ান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মালিক, আব্দুর রহমান বাদশা, নুরুল মোমেন চৌধুরী খোকন, ডা. সালেহ খান, ডা. সুহেল খান, ডা. নুর ই জান্নাত, ডা. মিজান আহমদ, ডা. তাহমিনা, মাহবুব আহমদ চৌধুরী, আশরাফুর রহমান জুয়েল, রবিউল ইসলাম জুয়েল প্রমুখ।

এ সময় ১০০ জন রোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।