ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ময়মনসিংহে পদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ময়মনসিংহে পদযাত্রা

ময়মনসিংহ: বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ময়মনসিংহে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রাঙ্গণ থেকে এ পদযাত্রা শুরু হয়ে শহরের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের সামনে গিয়ে শেষ হয়।



বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ‘আর নয় নিবারণযোগ্য অন্ধত্ব’ স্লোগান নিয়ে ছয় দিনব্যাপী কর্মসূচি হাতে নেয় ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ।

কর্মসূচির মধ্যে বৃহত্তর ময়মনসিংহের সাধারণ মানুষের মধ্যে চক্ষু স্বাস্থ্য সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহ জেলার মুক্তাগাছা, চেচুয়া, জামালপুর, শেরপুর, নকলা, নালিতাবাড়ি, ফুলপুর, তারাকান্দা, নেত্রকোনা, বারহাট্টা, মোহনগঞ্জ পরিভ্রমণ করে বাইসাইকেল র‌্যালি।

রোববার সন্ধ্যায় শহরের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে পথনাটকের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়।

ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটুর নেতৃত্বে পদযাত্রায় অংশ নেন ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক ডা. এ জেড এম মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ আজিজুর রহমান বকুল, সদস্য এ এফ এম আনোয়ারুল হক, ফেরদৌসুর রহমান হিরু, ব্যবস্থাপক (প্রশাসন) এস কে এম জহিরুল হক পরাগ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।