ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

ময়মনসিংহে ৩ প্রাইভেট হাসপাতালকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
ময়মনসিংহে ৩ প্রাইভেট হাসপাতালকে জরিমানা

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের চরপাড়া মোড় এলাকার তিন প্রাইভেট হাসপাতালকে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।

অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

তিনি জানান, শহরের চরপাড়া মোড় এলাকার যমুনা প্রাইভেট হাসপাতাল ও শাকিলা নার্সিং হোমে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় তাদের যথাক্রমে ৮০ হাজার টাকা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আর উপশম প্রাইভেট হাসপাতালের লাইসেন্স না থাকার কারণে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় ওই হাসপাতালের আল-আমিন নামের একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময় : ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad