ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

সাভারে ইন্টার্ন চিকিৎসকদের সংবর্ধনা

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
সাভারে ইন্টার্ন চিকিৎসকদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): পেশাগত মর্যাদা সমুন্নত রেখে আর্তমানবতার সেবায় ইন্টার্ন চিকিৎসদের কাজ করার আহ্বান জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে সাভারের থানা রোডে একটি রেস্তোরাঁয় ইন্টার্ন চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল মান্নান শিকদার।



এনাম মেডিকেল কলেজ থেকে পাশ করা নতুন ৩৯ জন ইন্টার্ন চিকিৎসদের এ সংবর্ধনা ও সন্মাননার আয়োজন করে এনাম মেডিকেল কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সরোয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল মান্নান শিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. খলিলুর রহমান, চক্ষু বিভাগের প্রধান প্রফেসর ডা. মোতাহার হোসেন ভূঁইয়া, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (হাসপাতাল) ডা. মনিরুজ্জামান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনাম মেডিকেল কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নূর হোসেন রবিন, দপ্তর সম্পাদক ডা. এ কে এম শাহরিয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল সেলস ম্যানেজার জামালুর রহমান, এক্সিকিউটিভ এমএসডি ডা. শাহরিয়ার কবির, টিএম আমিনুর রহমান হাওলাদার, এমপিও মাহাতাব হোসেন খান, সাদিকুল বারী, মাখলুকাত খন্দকার, ওমর ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।