ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

সিঙ্গাপুরের প্লাস্টিক সার্জারি দলের সিএমএইচ পরিদর্শন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
সিঙ্গাপুরের প্লাস্টিক সার্জারি দলের সিএমএইচ পরিদর্শন

ঢাকা: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ট্যান ব্যান কিমের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছে।

শনিবার (২৯ নভেম্বর) দলটি হাসপাতালের অপারেশন থিয়েটারে বার্ন ইউনিটের পোড়া রোগী ও প্লাস্টিক সার্জারি বিভাগের ঠোঁট-তালু কাটা রোগীদের অপারেশন করেন।



রোববারও তারা চর্ম প্রতিস্থাপন, চর্বির সাহায্যে বিকৃত অঙ্গের পুনর্গঠন, পোড়া অঙ্গের পুনর্গঠন অপারেশন করবেন।

সিএমএইচ ঢাকার কনসালটেন্ট সার্জন (জেনারেল) ও উপদেষ্টা বিশেষজ্ঞ মেজর জেনারেল হারুনুর রশীদ, কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসির উদ্দিন আহমদ এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ আয়োজনটির তত্ত্বাবধান করেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।